জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যজুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দল ও তার গণসংগঠন গুলির পাশাপাশি সামাজিক সংগঠন গুলির উদ্যোগে নানা কর্মসূচি। এবছর দেশের স্বাধীনতা ৭৬ তম বর্ষ অতিবাহিত করে ৭৭ তম বর্ষে পা রাখল। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের সমাপনী পর্বে রাজ্যের শাসক দল বিজেপির কৃষক সংগঠন কিষান মোর্চাও নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা দিবস পালন করছে। কিষাণ মোর্চার গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৭৬ কানি ধানের জমিতে ধানের চারা রোপন করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিষান মোর্চার কর্মীরা সামিল হলেন এই কর্মসূচিতে। আগরতলা শহরতলী প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া এলাকায় জনৈক কৃষকের জমিতে ধানের চারা রোপন করে গৃহীত কর্মসূচির সূচনা করলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রাক্তন মন্ত্রী জহর সাহা। ধানের চারা রোপন কর্মসূচিতে কিষান মোর্চার প্রদেশ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রতাপগড় মন্ডলের সভাপতি, সংগঠনের রাজ্য কমিটির সদস্য সমীর দাস, জেলা সাধারণ সম্পাদক প্রণব পাল প্রমূখ।শ্রী সাহা এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান স্বাধীনতা দিবস উপলক্ষে গরিব কৃষকদের পাশে থাকার বার্তা নিয়েই এই কর্মসূচির আয়োজন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কৃষকদের অন্নদাতা আখ্যা দিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন যে চেষ্টা করছেন এতে কৃষকরা গর্বিত।
Leave feedback about this