2025-04-18
Ramnagar, Agartala,Tripura
পর্যটন রাজ্য

স্বদেশ দর্শন স্কিমে ৫০ কোটি টাকা ব্যয় করে জিরানীয়ায় গড়ে তোলা হবে অত্যাধুনিক পার্ক : পর্যটনমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বদেশ দর্শন স্কিমে জিরানীয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনীতে গড়ে তোলা হবে অত্যাধুনিক পার্ক। বুধবার পার্কের জায়গা সরেজমিনে পরিদর্শনে গেলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন পরিদর্শন শেষে মন্ত্রী শ্রী চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরার পর্যটনকে বিশ্বেস্হান করে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ পূর্বে স্বদেশ দর্শন স্কিমে অর্থ বরাদ্দ করা হয়েছিল।

তা দিয়েই রাজ্যে পর্যটন স্থানের উন্নয়ন শুরু হয়েছিল। এবারও স্বদেশ দর্শন স্কিমে অর্থ প্রদান করা হবে। যা দিয়ে গড়ে তোলা হবে বিশ্বমানের পার্ক। যার জন্য ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা। আর এতে জিরানীয়াবাসীর উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সম্ভব হবে। এরজন্য এলাকার স্হানীয় মানুষদের সাথে আলেচনা হয়েছে এবং এর বিনিময়ে পরিবার একজনকে পার্কে চাকুরীর সুযোগ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service