2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে অনেক খামতি রয়েছে, এটাকে নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রিপস্যাটে পরিকাঠামো-ফ্যাকাল্টির সমস্যা রয়েছে। এগুলির সমস্যা সমাধানের বিষয় দেখা হবে।আধুনিক প্রতিষ্ঠান বলতে যা বোঝায় সেটা দরকার। এদিন হোমিওপ্যাথিক হাসপাতাল ঘুরে দেখার পরে যান মুখ্যমন্ত্রী কুমারীটিলাস্থিত আঞ্চলিক ফার্মাসিকেল ইনস্টিটিউটে। এই প্রতিষ্ঠান ঘুরে দেখেন। কথা বলেন পড়ুয়া সহ অন্যান্য কর্মীদের সঙ্গে।

সমস্ত কিছু খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এই প্রতিষ্ঠানের সংস্কার দেখভাল নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।উনার সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জিব দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, প্রচুর খামতি রয়েছে। স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে বিষয়টি দেখার জন্য। যাতে প্রতিষ্ঠানটি ঝকঝকে থাকে।

এতো বড়ো প্রতিষ্ঠানে উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে ৫০ শতাংশ পড়ুয়া আসে। ফ্যাকাল্টির সমস্যা আছে। তা দেখা হবে। এদিন এর আগে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নিয়ে দেখতে যান সাধুটিলা নেতাজী সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল। মুখ্যমন্ত্রী এদিন হাসপাতালের সমস্ত কিছু ঘুরে দেখেন। কথা বলেন চিকিৎসক স্বাস্থ্য কর্মী সহ রোগীদের সঙ্গে। এই হাসপাতালের সঙ্গেই আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী এই জায়গাটিও ঘুরে দেখেন।

পরে তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, এই স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে অনেক খামতি রয়েছে। এটাকে নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। তিনি বলেন, পরবর্তী চিন্তা ভাবনা করা হবে কি করা যায়। কিভাবে মানুষ বেশি করে এই হাসপাতাল থেকে পরিষেবা পাবেন বেশি করে। হাসপাতালটিকে আরও কিভাবে আধুনিক করা যায় সব বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service