2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

স্টাইপেন্ড ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রেলি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ বছর পরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পাঠরত জনজাতি পড়ুয়াদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছে। ৪০০ টাকা থেকে বাড়িয়ে তা ১০০ হাজার টাকা করেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য সরকার জনজাতি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা ঘোষণা করে। এতে খুশি জনজাতি ছাত্র-ছাত্রীরা। রবিবার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে এক রেলি করা হয়।

রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই রেলি শুরু হয়। অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে রেলি করা হয়। রেলিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সংগঠনের সভানেত্রী তপতী কলই জানান দীর্ঘ বছর ধরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জনজাতি ছাত্র-ছাত্রীরা মাত্র ৪০০ টাকা করে স্টাইপেন্ড পেত। সম্প্রতি রাজ্য সরকার এই স্টাইপেন্ড ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করেছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এদিনের রেলি। এদিনের রেলিতে প্রচুর ছেলে- মেয়ে অংশ নেয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service