জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রফেশনাল কোর্সের তপশিলি জাতি ও উপজাতি অংশের ছাত্রছাত্রীরা তাদের স্টাইপেন্ড, স্কলারশিপ ইত্যাদি সরকারি টাকা চলতি অর্থবছরে এখনও পায়নি। যেখানে প্রতিটি অর্থবর্ষে মার্চ মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ডের টাকা নিজ নিজ একাউন্টে ঢুকে যায়। সেখানে অগাস্ট মাস পেরিয়ে যাওয়ার পথেও ছাত্র-ছাত্রীদের ন্যায্য সরকারি অর্থ পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। এই অভিযোগ নিয়ে মঙ্গলবার রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ ও উপজাতি কল্যাণ দপ্তরে অধিকর্তাদের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছে এসএফআই এবং টি এস ইউ নেতৃবৃন্দ। বামপন্থী ছাত্র সংগঠনগুলির অভিযোগ যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইনস্টিটিউটে প্রফেশনাল করছে পড়াশোনা করছে তারা কলেজের ফ্রি না দিতে পারায় কর্তৃপক্ষ আলাদা ফাইন ধার্য করেছে। ফাইন সহ কলেজ ফী পরিশোধ না করলে, ছাত্রছাত্রীদের মার্কশিট সার্টিফিকেট সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র আটকে রাখছে। এই পরিস্থিতিতে একপ্রকার নিরুপায় হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। অবিলম্বে ছাত্রছাত্রীদের বকেয়া স্টাইপেন্ড পরিশোধ করার দাবি জানিয়েছে দুটি ছাত্র সংগঠন।
রাজনৈতিক
রাজ্য
শিক্ষা
স্টাইপেন্ডের দাবিতে সরব এসএফআই ,টিএসইউ
- by janatar kalam
- 2023-08-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this