2024-11-15
agartala,tripura
রাজ্য শিক্ষা

স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলো তপশিলি জাতি ছাত্র ছাত্রীরা। তাদের অভিযোগ দীর্ঘ ৮ মাস অতিক্রান্ত হবার পরও তাদের স্কলারশিপের সমস্যা এখনো দূর করেনি দপ্তর , তাছাড়া গত ডিসেম্বর মাসে দপ্তরের অধিকর্তার সাথে কথা বললে তিনি ১৫ই জানুয়ারির মধ্যে স্কলারশিপের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজকে ১৫ই জানুয়ারি পেরিয়ে ১৭ই জানুয়ারি হয়েছে এখনো এর কোন সুরাহা হয়নি বলে। এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্ষোভকারী জানান এরা এই স্কলারশিপের উপর নির্ভর করে বিভিন্ন কোর্সে নিয়োজিত হয়েছিল , স্কলারশিপের সমস্যা হওয়ার কারণে অনেকে ধার দেনা করে কোর্স করেছে যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাই একপ্রকার বাধ্য হয়েই আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান। তার পাশাপাশি অতি সত্বর যদি তাদের স্কলারশিপের সমস্যার সমাধান না করা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service