জনতার কলম ওয়েবডেস্ক :- নতুন বছরের শুরুতেই ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টিমের কাছেই। ইংল্যান্ড ২০২১ সালে শেষবার ভারত সফরে এসেছিল। সে বার ৪ টেস্টের সিরিজে ১-৩ হেরেছিল। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট। অতীত ভোলাতে চাইছেন স্টোকসরা। গত বছর ঘরের মাঠে অ্যাসেজ সিরিজের পর এই প্রথম টেস্ট খেলবেন স্টোকসরা। রোহিত শর্মার টিম আবার বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ১-১ রেখে দেশে ফিরে সিরিজ খেলবে। লাল বলের তুমুল লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।
তাই খেলার সময় কোন ধরণের অসুস্থতার শিকার যেন কেও না হয়, সেই কারণেই ভারত সফরেও রাঁধুনি নিয়ে আসছে তারা। এর আগে ভারত সফরে টিনের খাবার এনার্জি বার বা পিৎজ়ার উপর ভরসা রাখতে হত ইংলিশ ক্রিকেটারদের। সেখান থেকে টিমকে বের করে এনেছেন ওমর মেজিয়ান। পাকিস্তান সফরে তিনি টিমের রাঁধুনি ছিলেন। এ বারও তিনি ভারতে পা রাখবেন টিমের হয়ে। এই ওমরকে আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হেঁসেলেও দেখা যায়। তিনি প্লেয়ারদের জন্য লাঞ্চ বা ডিনারে তাঁদের মন মতো খাবারের জোগান দেবেন। এতেই শেষ নয়, ম্যাচ চলাকালীন কী খাবেন ইংলিশ ক্রিকেটাররা, তাও ঠিক করে দেবেন তিনি।
Leave feedback about this