2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

সুপার ডুপার ফ্লপ বিজেপি সরকার, সিপিএমে নেই আস্থা মানুষের : সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি এই রাজ্যে সম্পূর্ণ সুপার ডুপার ফ্লপ একটি সরকার । সাধারণ মানুষকে শুধুমাত্র আই ওয়াশ করে চলছে । উন্নয়নের নামে নতুন নতুন ফলক টাঙ্গিয়ে দিচ্ছে । আসলে উন্নয়ন হচ্ছে না কিছুই । সাধারণ জিবি হাসপাতালে ন্যূনতম পরিষেবা পাচ্ছে না রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা । সিপিআইএমের উপর মানুষ বিশ্বাস রাখতে পারছে না । সুতরাং রাজ্য তথা গোটা দেশে কংগ্রেসেই ফের আস্থা সাধারণ মানুষদের । সুতরাং কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে সংগঠন বৃদ্ধির উপর আরও গুরুত্ব আরোপ করতে হবে । রবিবার রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে কংগ্রেসের চারটি ডিপার্টমেন্টের নেতৃত্বদের নিয়ে বসা গুরুত্বপূর্ণ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন । এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service