2025-02-24
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজ্য

সি বি সি কৈলাশহরের প্রদর্শনী ও আলোচনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, ফিল্ড অফিস কৈলাশহরের উদ্যোগে ১৮ আগস্ট ঊনকোটি জেলার কৈলাশহর কাচারঘাট নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলে আয়োজন করা হয়েছিল মিনি ইন্টিগ্রেটেড কমিউনিকেশন এবং আউট রিচ প্রোগ্রাম m অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনীর সূচনা করেন প্রধান অতিথি চাঁদিপুর আরডি ব্লকের ভাইস চেয়ারপার্সন সন্দীপ কুর্মি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেতাজী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক অসিত দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, ফিল্ড অফিস কৈলাশহরের অফিসার ইনচার্জ এইচ কে চ্যাং আজাদি কা অমৃত মহোৎসব, মেরি মাটি, মেরি দেশ, সুশাসনের ৯ বছর, সেবা, সুশাসন এবং গরীব কল্যাণ থিমের উপর বিস্তৃত আলোচনা করেন। এছাড়াও সেমিনার, গ্রুপ ডিসকাশন, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি রুপায়ন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও কর্মচারীসহ প্রায় ১৫০ জন দর্শক অংশগ্রহণ করেন।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service