2024-12-22
Ramnagar, Agartala,Tripura
খেলা

সিনিয়র মহিলা ফুটবলে চ্যাম্পিয়নের দৌড়ে স্পোর্টস স্কুল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় সুপার চারে দ্বিতীয় ম্যাচে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব ও এিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচটি ২-২ গোলে সমতা রেখে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয়ই। এদিনের ম্যাচে এিপুরা স্পোর্টস স্কুলের হয়ে গোল দুটি করে খেলার ১৫ ও ৭১ মিনিটে যথাক্রমে মারিনা জমাতিয়া ও প্রিথা এিপুরা। বীপরিতে ফুলো ঝানু ক্লাবের হয়ে গোল দুটি করে খেলার ১৬ মিনিটে ঝিমি মলসুম ও ৩২ মিনিটে পাখিলা বুরু। এদিনের ম্যাচটি ড্র করায় সুপার চারে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ চ্যাষ্পিয়নের দৌড়ে টিকে রইলো এিপুরা স্পোর্টস স্কুল। অন্যদিকে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ চ্যাষ্পিয়নের রাস্তা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের সামনে।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service