2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সিআরএস পোর্টালের জন্ম ও মৃত্যুর নথিভূক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ শিবির

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরবিডি আইন ২০২৩ অনুসারে গত বছরের ১ অক্টোবরের পরে যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসাবে কেবলমাত্র বার্থ সার্টিফিকেটকে গ্রহণ করা হবে। সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মারা গেলে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা সার্টিফিকেট সংশ্লিষ্ট রেজিস্ট্রার এর কাছে এবং মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে দিতে হবে।

তাছাড়া জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাত দিনের মধ্যে বিনামূল্যে তা প্রদান করতে হবে। সিআরএস পোর্টালের জন্ম ও মৃত্যুর নথিভূক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ শিবিরে একথা বললেন সেন্সাস অপারেশনের অধিকর্তা রবীন্দ্র রিয়াং।সিআরএস পোর্টালে জন্ম ও মৃত্যুর নথিভুক্ত করার প্রক্রিয়া নিয়ে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক একদিনের প্রশিক্ষণ শিবির হয়।

রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে প্রশিক্ষণ শিবির হয়। এর উদ্বোধন করেন সেন্সাস অপারেশনের অধিকর্তা রবিন্দ্র রিয়াং। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। দ্বিতীয় পর্যায়ে আগত প্রতিনিধিদের সিআরএস পোর্টালের জন্ম ও মৃত্যুর নথিভূক্তকরণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service