জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরার যে ডাক সেই ডাকে সাড়া দিয়ে নেশার বিরুদ্ধে একপ্রকার জিহাদ ঘোষণা রাজ্যের পুলিশ প্রশাসনের। সেদিকে লক্ষ্য রেখে একের পর এক যেমন নেশা সাম্রাজ্য গাজার বাগান ধ্বংস করে চলেছে, তেমনি নেশা কারবারের সাথে যুক্ত অভিযুক্তদের জালে তুলছে পুলিশ। এবার এই নেশা কারবারের সাথে যুক্ত তিনজনকে আটক করে এনসিসি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী, নগদ টাকা সহ তিনটি মোবাইল উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। এ প্রসঙ্গে থানার ওসি সুশান্ত দেব সংবাদ মাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে শ্যামলী বাজার রিং কুয়া এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় উত পেতে বসে থাকে পুলিশ। ওই সময় একটি স্কুটি দিয়ে তিন ব্যক্তি নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে আসে। তখনই ওই দুই যুবককে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে পুলিশ এবং তাঁদের কাছ থেকে একটি স্কুটি, নগদ ২৩ হাজার টাকা এবং ৪০০কৌটা ব্রাউন সুগার উদ্দার করা হয়েছে বলে।
অপরাধ
রাজ্য
সাথে যুক্ত তিনজনকে আটক করে এনসিসি থানার পুলিশ
- by janatar kalam
- 2024-01-10
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this