2025-02-26
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

সাড়ে ৬ কোটির নেশা সামগ্রী ত্রিপুরা আসার পথে আসামে আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের এক দিনের মাথায় সাত কোটি টাকার নেশার সিরাপ আটক অসম চুরাইবাড়ি পুলিশের হাতে। প্রায় চোষট্টি হাজার এসকাফ সিরাপ আটকে রীতিমতো রহস্যের দানা বাঁধছে অসম গেটে। এদিকে শনিবার সকালে উত্তর প্রদেশ থেকে আগরতলা পাচারের পথে ফের এই বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকপ সিরাফ জব্দ করলো অসম চুরাইবাড়ি পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতে ওয়াচপোস্টের ইনচার্জ প্রনব মিলির নেতৃত্বে পুলিশ কর্মীরা তাল্লাসি চালিয়ে PB13BD-5534 নম্বরের চৌদ্দ চাকার লড়ি থেকে উদ্ধার করে চারশো কার্টুনে মোট ৬৪ হাজার ৩২০ বোতল এসকফ সিরাফ৷ যার কালোবাজারী মূল্য প্রায় সাতকোটি টাকা৷

আটক করা হয়েছে চালক রবি শর্মা (২৩) পিতা লক্ষন শর্মা বাড়ি অশোকনগর মধ্যপ্রদেশ, সঙ্গে আটক করা হয়েছে গাড়িটি আগরতলা নিয়ে যাওয়ার জন্য আসা পাথারকান্দির কলকলিঘাটের প্রয়াত গনেশ শুক্লবৈদ্যর ছেলে পয়তাল্লিশ বছর বয়সী সুশীল শুক্লবৈদ্যকেও। নেশাজাতীয় সামগ্রীগুলির সঙ্গে বিশেষ এক প্রকার বালির বস্তা ছিলো গাড়িতে যা পুলিশকে চালক জানিয়েছিল মোরগের খাদ্য বলে কিন্তু পুলিশের তাল্লাসিতে বালির বস্তার আড়ালে লুকিয়ে আনা নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রীগুলি উদ্ধার হয় এবং বৃহৎ সফলতা পায় অসম চুরাইবাড়ি পুলিশ।

চালকের বয়ান মতে সামগ্রী গুলি বানারস থেকে লোড করা হয়েছে কিন্তু সন্দেহ করা হচ্ছে সামগ্রীগুলি পশ্চিমবঙ্গ বা মেঘালয় থেকে লোড করা হয়। তাছাড়াও সামগ্রীগুলি ত্রিপুরার রাজধানী আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদেশ্য ছিলো কিন্তু মাঝপথে পাচারকারীদের সমস্থ পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ।ধৃত চালকদ্বয়কে করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, ওয়াচপোস্টের ইনচার্জ প্রনব মিলি বরাবরই নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসলেও একাংশ চক্র এখনও সক্রিয় রয়েছে নেশা পাচারে। তিনি এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করার পরও কেন ফের আজ শনিবার সাত কোটি টাকার নেশার সিরাপ নিয়ে আসে পাচারকারীরা। এনিয়ে নানা প্রশ্ন তৈরী হচ্ছে বিভিন্ন মহলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service