2024-11-25
agartala,tripura
অপরাধ রাজ্য

সাংবাদিক আক্রমণের ঘটনায় সুবিচার চেয়ে আমতলি থানার সামনে ধরনা সাংবাদিকদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে সাংবাদিক আক্রমণের ঘটনায় সুবিচারের চেয়ে আমতলি থানার সামনে ধরনা সাংবাদিকদের। পরে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিস সুপারের কাছে ডেপুটেশন। অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশানের পক্ষ আমতলি থানার ডেপুটেশন দেয়। পাশাপাশি রাজ্যে কর্মরত সাংবাদিকরা এইদিন আমতলি থানার প্রবেশের রাস্তায় ধর্নায় বসে সাংবাদিকরা।

ধর্নায় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রনব সরকার, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায়, খুমুলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রণজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রনব সরকার জানান বেধড়ক ভাবে মারধর করা হয়েছে চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে।

বিগত দুই মাসে সাংবাদিকের উপর আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। সুজিত আচার্যকে প্রানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। লোহার রড দিয়ে তাকে মারা হয়েছে। তার সাথে থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে অভিযুক্তরা। রবিবার রাতের আধারে রাজধানীতে ফের আক্রান্ত এক চিত্র সাংবাদিক। আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য। সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত। অভিযোগ রবিবার রাতে সিদ্ধি আশ্রম এলাকায় চিত্র সাংবাদিককে আক্রমণ করে দুর্বৃত্তরা।

রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে। জিনিস পত্র আনার জন্য যে চালক গাড়ি নিয়ে গিয়েছিল তাঁর সঙ্গে বচসা হয় চিত্র সাংবাদিকের। অভিযোগ চালক অনেকটা দেরি করেছিল সেখানে যেতে। অভিযোগ পরে সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর যে গাড়ি চালকের সাথে সুজিতের ঝামেলা হয় সেই গাড়ির চালক একটি ইকো গাড়িতে করে ৫ থেকে ৬ জন যুবককে নিয়ে আসে।

ইকো গাড়িটি প্রথমে তাঁর বাইকের পিছনে ধাক্কা দেয়। এতে সে বাইক নিয়ে পরে যায়। তারপর ঐ গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকরা লোহার রড দিয়ে তাকে বেধড়ক ভাবে মারধর করে। স্থানীয়রা অভিযুক্তদের আটক করে। আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান চিত্র সাংবাদিক সুজিত আচার্য-র উপর আক্রমণের ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এদিকে আক্রান্ত সাংবাদিককে জিবি হাসপাতালে দেখে আসেন সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি দল। তারা সাংবাদিকের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service