2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

সর্দার বল্লভ ভাই প্যাটেলস্বাধীনতার পর ভারতের একতা অখন্ডতাকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন প্রতিবছর ৩১ অক্টোবর পালন করা হয়। কিন্তু এবছর ৩১ তারিখ আলোর উস্তব দীপাবলি হওয়ায় ২৯ তারিখ উদযাপন করা হচ্ছে। মঙ্গলবার রাজ্যেও পালন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে হয় অনুষ্ঠান।

রাষ্ট্রীয় একতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন একতা দৌড়ের আয়োজন করা হয়। একতা দৌড়-র সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একতা দৌড়-এ অংশ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব হিসাবে পরিচিত ছিলেন। স্বাধীনতার পর ভারতের একতা অখন্ডতাকে রক্ষা করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রাজ্যেও অনেক সময় বিভেদের চেষ্টা করা হয়। সেটা যেন কোনভাবে না হয় সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। এদিন একতা দৌড়ে বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। বেশ সাড়া পড়ে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service