জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খাদ্য জনসংভরন ,পরিবহন ও পর্যটন ইত্যাদি দপ্তরে আরও আটজন ভাগ্যবানের হাতে চাকরির অফার তুলে দিয়েছে খাদ্য দপ্তর । চাকুরী প্রাপকদের হাতে অফারগুলি তুলে দিয়ে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সরকারি কাজের প্রতি কোন প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না । সরকারি কাজ সময়ের সঙ্গে সঙ্গে শেষ করতে হবে । সবচেয়ে বড় কথা হল কোনও সরকারি কর্মচারী তার কর্তব্য থেকে বিচ্যুত হতে পারবেনা ।মন্ত্রী প্রত্যেকটি সরকারি কর্মচারীকে নিজেদের দায়িত্ব গুরু দায়িত্ব হিসেবে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন। কেননা প্রতিটি সরকারি কর্মচারী নিজেদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করলে প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় থাকবে। আর এই স্বচ্ছতার মাধ্যমে সমাজের স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব । তার জন্য আজকের দিনে যারা চাকরি পেয়েছে তাদের মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের কাঁধে মহান গুরু দায়িত্ব পড়েছে । সেটাকে আমরা সম্মানের সহিত গ্রহন করতে হবে ।
Leave feedback about this