2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

সম্প্রসারিত হল রাজ্য মন্ত্রিসভা, শপথ নিলেন অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রিসভায় আনুষ্ঠানিক যোগ দিয়েছে তিপরা মথা। নতুন দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। নয়া মন্ত্রীদের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। সম্প্রসারিত হল রাজ্য মন্ত্রিসভা। রাজ্য মন্ত্রিসভায় যোগ দিয়েছে তিপরা মথা। বৃহস্পতিবার সকালবেলায় নতুন দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা। নয়া মন্ত্রীদের শপথ গ্রহণ পাঠের মাধ্যমেই শেষ হয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণ এর কাজ। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীদের হাতে দপ্তর বন্টনের মাধ্যমে দায়িত্বভার তুলে দেবেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রিসভার সম্প্রসারণ এর মাধ্যমেই প্রমাণ হয়ে গেল মোদীজি চায় সবকা সাথ সবকা বিকাশ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন , জাতি জনজাতি উভয়ের স্বার্থেই বিধানসভার ভিতরে কথা বলতে হবে। জাতীয় উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রয়াসেই সমগ্র জাতির উন্নয়ন সম্ভব।এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন , বিধানসভার ভিতরে গিয়েও যাতে তিপরা মথার সদস্যরা তাদের দাবি আদায়ে শরব হতে পারে এবং জনজাতিদের স্বার্থে কাজ করতে পারে তার জন্যই সরকারি যোগ দেওয়া। জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নই হবে এই সরকারের প্রধান লক্ষ্য। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি , মথা ও আইপিএফটি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সরকারি থেকে সরকারের সমস্ত রকম কাজকে সার্বিকভাবে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই শপথ গ্রহণ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যরা। তিন দল একত্রিত হয়ে উন্নয়নের লক্ষ্যে সরকারকে এগিয়ে নিয়ে যাবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, কৃষি মন্ত্রী রতন লাল নাথ, পর্যটন ও পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমা, তিপ্রা মথার দলের আহবায়ক জগদীশ দের্ববমা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকগণ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service