2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্দেশ্যে এই রেলি : সমবায় মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অখিল ভারতীয় সমবায় সপ্তাহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রাজ্যে উদযাপন করা হয়। এবছর ৭১ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহেও বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। বুধবার সকালে আগরতলায় হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন আগরতলার প্যালেস কম্পাউন্ডস্থিত সমবায় ভবনের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। এর সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।

সঙ্গে ছিলেন মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, গোমতি কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ সহ দপ্তরের আধিকারিকরা। শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন ও সমবায় সমিতি সমূহের তরফে হয় এই কর্মসূচী।

এবারের সমবায় সপ্তাহের ভাবনা বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা। মন্ত্রী এদিন বলেন, ১৪ নভেম্বর আগরতলায় সমবায় সপ্তাহের মূল অনুষ্ঠান হবে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য অঙ্গ হিসেবে এই রেলি।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service