2024-11-16
agartala,tripura
রাজ্য

সনাতন ধর্ম কোন জাতি বা সম্প্রদায়ের নয় : রতন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন ধর্ম কোন জাতি বা সম্প্রদায় একার নয়।সকল ধর্ম ও জাতির লোকের মধ্যেই সনাতন ধর্ম বিস্তৃত। সারা বিশ্বব্যাপী বিভিন্নভাবে সনাতন ধর্মের উপর আঘাত আনতে শুরু করেছে। তাই সনাতন ধর্মের প্রচার ও প্রসারের উপর আমাদের আরও বেশি মনোনিবেশ করতে হবে। সনাতন ধর্মের প্রচার ও প্রসারের জন্য স্বামী বিবেকানন্দের পর শিকাগো শহরে একমাত্র ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বক্তব্য রেখেছিলেন। বৃহস্পতিবার শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মন্ত্রী রতন লাল। এদিন মহানাম অঙ্গনে আয়োজিত শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , কর্পোরেটর রত্না দত্ত ও মহানাম অঙ্গনের বিশিষ্ট ব্রহ্মচারীগণ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service