জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২২ শে জানুয়ারি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, রামলালার মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে। যাকে কেন্দ্র করে গোটা অযোধ্যা নগরী সেজে উঠেছে। তাছাড়া রামলালার এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। তারই পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কানায় কানায় অবস্থিত তীর্থক্ষেত্র গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান রাখেন সেই আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের কানায় কানায় অবস্থিত তীর্থক্ষেত্র গুলিতে চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি যার অঙ্গ হিসেবে রাজ্যের তীর্থক্ষেত্র গুলিতে চলছে স্বচ্ছ ভারত অভিযান। শুক্রবার এমনটাই পরিলক্ষিত করা গেল নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলেশ্বর স্থিত শ্রীরামকৃষ্ণ সাধনা কুটির আশ্রম এবং লাল বাহাদুর দিঘীরপাড় এলাকায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব এবং মহিলা কমিশনের চেয়ারপারসন হিমানি দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ বিজেপি সভাপতি বক্তব্য রাখতে গিয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে সংগঠনের সকল কর্মী ও সাধারণ মানুষ যেন এই ধর্মীয় তীর্থ ক্ষেত্রগুলিতে সাফাই অভিযানে মিলিত হয়ে প্রধানমন্ত্রীর আহ্বানকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানান এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এই রামলালার মন্দির প্রতিষ্ঠা ও উপলক্ষে যে উৎসাহ উদ্দীপনা তা সনাতন ধর্মাবলম্বীদের গর্বের বিষয় বলেও অভিমত ব্যক্ত করেন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Leave feedback about this