2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

সনাতন ধর্ম’কে ম্যালেরিয়ার মতো রোগের সাথে তুলনা মন্ত্রী উদয়নিধির জবাবে অনিল অ্যান্টনি

জনতার কলম ওয়েবডেস্ক :- জানি সনাতনী ধর্ম হল হিন্দু ধর্ম , কিন্তু বর্তমান সময়ে ক্ষমতার মসনদে বসার লক্ষে চলছে বিভিন্ন ধর্ম জাত পাত নিয়ে লড়াই। এমনকি কেউ কেউ ভোট রাজনীতিতে জেতার লক্ষে সনাতনী হিন্দু ধর্ম নির্মূলের কথা বললেন। সেই গুনধর ব্যাক্তি হলেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিন। রবিবার উনার ‘সনাতন ধর্ম নির্মূল করা উচিত’ মন্তব্য সম্পর্কে, বিজেপির জাতীয় সম্পাদক অনিল অ্যান্টনি বলেছেন, “…এটি অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক যে ভারত জোটের নেতা উদয়নিধি স্ট্যালিন ‘সনাতন ধর্ম’কে ম্যালেরিয়ার মতো রোগের সাথে তুলনা করেছেন এবং কোভিড এবং তাকে এটি নির্মূল করতে হবে। এটাই কি রাহুল গান্ধী এবং কংগ্রেস পার্টি সহ ভারতের জোটের একই মানসিকতা? আমরা আরও লক্ষ্য করেছি যে তামিলনাড়ুর কিছু কংগ্রেস নেতা উদয়নিধির বক্তব্যকে সমর্থন করেছেন। এরা জানে ওদের দৌড় কতটুকু , তাই বিদ্রুপ মন্তব্য করে লাইম লাইটে থাকতে চাইছেন ইন্ডিয়া জোটের নেতারা , এর কারণ এটিও একটি যে ভারতের জনগণ প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে প্রাণ খুলে সমর্থন দিচ্ছে এবং সাম্প্রদায়িক, দুর্নীতিগ্রস্ত ভারত জোটকে ইতিহাসের ডাস্টবিনে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত করছে বলে উনার মন্তব্যে ব্যাক্ত করেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service