জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেগায় বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ৬০০ টাকা মজুরি, সকল গরিব গৃহহীনদের জন্য পাকা ছাদ যুক্ত বাড়ি নির্মাণ এবং শ্রমজীবীদের জন্য মাসিক পেনশন ৩০০০ টাকা করা সহ আরো বেশ কিছু দাবিকে সামনে রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার আগরতলায় তিন ঘণ্টার গণ অবস্থান সংঘটিত করে খেতমজুর ইউনিয়ন। রাজধানীর অফিস লেন শ্রম দপ্তরের অফিসের সামনে আয়োজিত তিন ঘন্টার এই গণ অবস্থানে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি এ বিজয়রাঘবন, সম্পাদক বি ব্যাংকট, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি ভানুলাল সাহা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। প্রত্যেক বক্তাই এদিন দেশের খেত মজুরদের বর্তমান অবস্থা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন দেশের একটা বৃহৎ অংশের মানুষ খেতমজুর। তাদের অবস্থা এখন খুবই করুন। দেশের কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমিক কৃষক বিরোধী নীতি গ্রহণ করে চলেছে। কৃষকদের আয় বছরে দ্বিগুণ করার কথা বলা হলেও বাস্তবে এর চিত্র সম্পন্ন উল্টো। তারা কথা দিয়েছিল বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থানের। প্রতিশ্রুতি ছিল জিনিসপত্রের দাম কমানোর। কিন্তু একটি প্রতিশ্রুতি ও তারা রূপায়ণ করতে পারেনি। এর মধ্যেই সামনে রয়েছে আবার লোকসভা নির্বাচন। তখনো তারা নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে উপস্থাপিত হবে। দেশের শ্রমিক কৃষক এখন বুঝতে পারছেন। তাই সমস্যা সমাধান বিজেপি সরকারকে রেখে কোন অবস্থাতেই সম্ভব নয়। তাই এই সরকারকে উৎখাত করার জন্য সবাইকে রাস্তায় নামতে হবে।
Leave feedback about this