জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ঐতিহ্য ও সংস্কৃতির সাথে শুধু জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো লক্ষ্যে শনিবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উত্তর-পূর্ব জাপান ক্যারাভেন ২০২৪ ২৫ শুরু হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী ভারত সরকারের জাপান স্থিত হাইকমিশনের প্রথম সচিব জাপান ফাউন্ডেশন এর ডাইরেক্টরসহ অন্যান্যরা।
উত্তর পূর্বাঞ্চল ও রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহিরাজ্য এবং বহি রাষ্ট্রের কাছে তুলে ধরা লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনাগুলির মধ্যে অন্যতম হলো উত্তর-পূর্ব যাপান ক্যারাভেন শনিবার দুই দিনের এই উত্তর-পূর্ব ঝাপান ক্যারাভান শুরু হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ভারত সরকারের জাপান স্থিত হাইকমিশনের প্রথম সচিব জাপান ফাউন্ডেশন এর ডাইরেক্টরসহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী জানান কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের সাথে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ফলে এই ধরনের অনুষ্ঠান রাজ্যের সম্ভাব হয়েছে এর ফলে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধ হবে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন তিনি
২ দিন ব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভান 2024-25 অনুষ্ঠানে ত্রিপুরার লোকনৃত্য, ইউনাইটেড অল স্টাইল কারাতে ত্রিপুরা অ্যাসোসিয়েশন দ্বারা ক্যারাটে প্রদর্শনী,অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের জুডো প্রদর্শনী জাপানি বাঁশ কারুশিল্পের প্রদর্শনী সহ জাপানি দলের সঙ্গীত পরিবেশনা ইত্যাদি থাকবে এই দুদিন ব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভানে। থাকবে জাপানিজ সিনেমা প্রদর্শনীর ব্যবস্থাও।
Leave feedback about this