2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শীতলাতলী উন্নয়ন কমিটির উদ্যোগে দুস্থদের বস্ত্র দান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের মুহূর্তগুলিতে সাধারণ দরিদ্র মেহনতি মানুষের হাতে কোন কিছু একটা উপহার সামগ্রী তুলে দিতে পারলেই আমাদের সার্থকতা । সাধারণ গরিব মানুষদের উন্নয়নকে পাথেয় করেই আমাদের উন্নয়ন করতে হবে । ব্যক্তিগত উন্নয়ন বাদ দিয়ে আমাদের প্রত্যেককে সমষ্টিগত উন্নয়নের দিকে নজর দিতে হবে । তবেই সরকারের প্রচেষ্টা জনগণের জন্য সার্থক রূপ পাবে । শনিবার জগহরি মোরা রাম ঠাকুর সংঘস্থিত শীতলা বাড়ি এলাকায় শ্যামা মায়ের আরাধনার অঙ্গ হিসেবে শীতলাতলী উন্নয়ন কমিটির বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন এলাকার সমাজসেবী রাজীব ভট্টাচার্য । উপস্থিত ছিলেন কর্পোরেটর অঞ্জনা দাস , এলাকার বরিষ্ঠ নাগরিক হরে কৃষ্ণ সাহা ও শীতলাতলী উন্নয়ন কমিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service