2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শিবের প্রিয় মাস শ্রাবণ মাস, এই মাসে নিষ্ঠা সহকারে দেবাদিদেবের পুজো করা হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ কালের রীতি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার। এই মাসের প্রতি সোমবার ভক্তরা বিভিন্ন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন নদী থেকে জল এনে। রাজধানীর সেন্ট্রাল রোড শিব বাড়িতেও প্রচুর ভক্ত ভিড় জমান। শ্রাবণ মাস শিবের জন্ম মাস। এই মাসের সোমবারে ভোলা বাবা শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা বিশেষ ভাবে পূজার্চনা করে থাকেন।

পরিবারের মঙ্গল কামনায় ভক্তরা সুদূর হাওড়া নদী থেকে মিছিল করে জল এনে শিবের মাথায় জল ঢালেন। কথিত আছে শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢাললে বিশেষ পূর্ণ লাভ হয়। পরিবারের সুখ ,শান্তি, আরোগ্য লাভ হয়।

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন ভক্তরা কাঁধে বাঁক নিয়ে হাওড়া নদী থেকে জল এনে শিবের মাথায় জল ঢালেন। কথিত আছে শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢাললে বিশেষ পূর্ণ লাভ হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service