2024-11-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিকরনের প্রতিবাদে রাস্তায় নামল জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  রাজ্য শিক্ষা সংকোচিত করা হচ্ছে। অভিযোগ বহু স্কুল বন্ধ করে একত্রীকরণ করছে সরকার। আইজিএম হাসপাতালকে দুর্নীতিগ্রস্ত বেসরকারি হাতে হস্তান্তর করে দেওয়া হচ্ছে। আরও অভিযোগ জাতীয় স্তরে হয়েছে নীট-নেট কেলেঙ্কারি। এসবের প্রতিবাদে বুধবার রাজধানীর রাজপথে নামলো জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টা।

এদিন বিকেলে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে। পুনরায় প্যারাডাইস চৌমুহনিতে সভায় মিলিত হয়। সমাজের বিভিন্ন অংশের মানুষ এতে শামিল হন। সংগঠনের নেতৃত্বের অভিযোগ দেশে সর্ববৃহৎ দুর্নীতি নীট ও নেট। রাজ্যে ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প।পাশাপাশি বিদ্যালয় একত্রীকরণ ভয়াবহ সংকট ডেকে আনবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service