জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস। গোটা দেশে দিনটি পালন করা হয়ে থাকে যথাযথ মর্যাদায়। এর আগে ৪ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে স্কুল কলেজগুলি। তার মধ্যে অন্যতম হল বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা ছোটদের ক্লাস নেওয়া।
শিক্ষক দিবস। গোটা দুনিয়াতে এই দিনটা শ্রদ্ধাভরে পালন করেন ছাত্রছাত্রীরা। এই বিশেষ দিনে প্রতিটি ছাত্র ছাত্রী তাঁদের গুরুকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করতে চান। শিক্ষক ও ছাত্র ছাত্রীর মধ্যে এই দিনটা উৎসব হিসেবে পালন হয়। যদিও ইন্টারন্যাশনাল টিচার্স ডে কিন্তু ৫ অক্টোবর। তবে ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সালে ইউনেস্কো ঘোষণা করেছিল, ৫ অক্টোবর পালিত হবে ইন্টারন্যাশনাল টিচার্স ডে। আমরা সবাই জানি ৫ সেপ্টেম্বর ড. সর্বোপল্লী রাধাকৃষ্ণণ-এর জন্মদিন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিদ্বান, দার্শনিক ও ভারতরত্ন পুরস্কারে ভূষিত ড. সর্বোপল্লী রাধাকৃষ্ণণ- এর জন্মদিন এদেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। রাজ্যেও শিক্ষক দিবসের আগের দিন অর্থাৎ ৪সেপ্টেম্বর বিভিন্ন স্কুল কলেজ গুলিতে উপরের ক্লাসের ছাত্রছাত্রীরা নিচের ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস করায়। সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে দেখা গেল সেই দৃশ্য। এ প্রসঙ্গে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ছাত্রীদের উৎসাহ প্রদান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এজাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এদিকে এ দিনটিতে উপরের ক্লাসের ছাত্রীরাও নিচের ক্লাসের ছাত্রীদের ক্লাস নিয়ে অনেকটাই আনন্দ উপভোগ করেন। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও। এদিন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদেরও বিভিন্ন ক্লাস নিতে দেখা যায়। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, প্রতিবছর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন শিক্ষক দিবসের আগের দিন এ জাতীয় ক্লাসের আয়োজন করে থাকে। সেখান থেকে ভালো ক্লাস নেওয়ার জন্য স্কুলের বার্ষিক অনুষ্ঠানের দিন বাছাই করা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।
নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের জনৈক্ ছাত্র এদিন জানান, মূলত শিক্ষক দিবসকে সম্মাননা জানানোর উদ্দেশ্যে প্রতিবছর বিদ্যালয়ে এই জাতীয় কর্মসূচি পালন করা হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম নয়, বরাবরের মতো বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা নিচের ক্লাসে পাঠদান করছেন। শিক্ষক দিবসের আগের দিন এই জাতীয় কর্মসূচিতে সমস্ত স্কুল গুলি ব্যস্ত থাকে। ছাত্রছাত্রীরাও অধীর আগ্রহে থাকে এই দিনটির অপেক্ষায়। তবে ৪ সেপ্টেম্বর যেরকম কর্মসূচি নেওয়া হয়ে থাকে বিদ্যালয় গুলিতে পরদিন অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসটিও যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে।
Leave feedback about this