2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

শিক্ষক-কর্মচারীদের উপরে প্রতিনিয়ত আক্রমণের প্রতিবাদে সরব হলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি অফিসে শিক্ষক-কর্মচারীদের উপরে প্রতিনিয়ত আক্রমণ সংগঠিত হচ্ছে বলে অভিযোগ। এসবের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল বাম শিক্ষক-কর্মচারী সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড। শুক্রবার বিকেলে অফিস ছুটির পরে আগরতলায় বিক্ষোভ কর্মসূচী হাতে নেয় সংগঠন। এদিন মেলারমাঠ থেকে সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন প্যারাডাইস চৌমুহনীতে।

সেখানে হয় বিক্ষোভ সভা। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা রণজিত রুদ্রপাল, কর্মচারী নেতা মহুয়া রায় সহ অন্যরা। তাদের অভিযোগ শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা কর্মক্ষেত্রে কর্মচারীদের উপর আক্রমণ সংঘটিত করছে।

সম্প্রতি ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অভ্যন্তরে কতিপয় কর্মচারীর উপর হামলা করে বহিরাগত দুষ্কৃতকারীরা। ঘটনা জানিয়ে পুলিশে মামলা করা হলেও অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। অভিযোগ অভিযুক্তরা নাকি পলাতক।এসব ঘটনার প্রতিবাদে আন্দোলন জারি থাকবে বলে সংগঠনের নেতৃত্ব সাফ জানিয়ে দেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service