2024-11-25
agartala,tripura
রাজ্য

শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬তম শহীদান দিবস পালন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরপুরুষ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম শহীদান দিবস আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি কমিটির উদ্যোগে। এ উপলক্ষে আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। এদিন সংবাদমাধ্যমকে সংগঠনের নেতৃবৃন্দ বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ ক্ষুদিরাম বসুর নাম চির স্মরণীয় হয়ে থাকবে। ক্ষুদিরাম বসু দেশ স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন।কমিটির কর্মকর্তারা আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরও শহীদ ক্ষুদিরাম বসু সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা যে প্রত্যাশা করেছিলেন ভারতবর্ষের নাগরিকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শহীদ ক্ষুদিরাম বসুসহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মতাদর্শে উদ্বুদ্ধ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই দিন একটি রেলি বের করা হয় রেলীটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service