2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

লোকসভা নির্বাচনের আগে মহিলাদের আরো সক্রিয় করার লক্ষ্যেই শক্তি বন্ধন কর্মসূতি হাতে নিয়েছে বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাখির চোখ লোকসভা নির্বাচন আর এই উপলক্ষে প্রধানমন্ত্রীর জনহিত প্রকল্পগুলি আরো বেশি করে মানুষের সামনে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহিলা পরিচালিত সহায়ক দলগুলি কে নিয়ে শক্তি বন্ধন শিক্ষক কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার এবং অন্যান্যরা।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে মরিয়া শাসক দল বিজেপি। এই লক্ষ্যে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বিকশিত ভারতযাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর লক্ষে প্রধানমন্ত্রীর জনহিত কর কর্মসূচি গুলি মানুষের সামনে নিয়ে যাওয়া এই কর্মসূচি গুলি সুবিধা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া এই লক্ষ্যকে আরও তেজি করতে এবার এনজিও এবং মহিলা পরিচালিত সহায়ক দলগুলিকে কাজে লাগাতে চায় বিজেপি।

এদিন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর জনহিতকর প্রকল্প গুলির সুবিধা আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরতে মহিলা পরিচালিত সহায়ক দলগুলি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে মহিলা পরিচালিত সহ সহায়ক দল গুলো কি করে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য যে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তবর্তী বাজেটেও দেশের মহিলাদের স্বশত্তিকরণে জোর দেওয়া হয়েছে লাখপতি দিদি কর্মসূচিতে ২ কোটি মহিলাদের যোেগ করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে সেই সংখ্যা বাড়িয়ে তিন কোটি করা হয়েছে পাশাপাশি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের আসল এক- তৃতীয়াংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সব মিলিয়ে বলা যায় লোকসভা নির্বাচনকে পাখির চোখ। মহিলাদের আরো সক্রিয় করার লক্ষ্যেই এই ধরনের শক্তি বন্ধন কর্মসূতি হাতে নিয়েছে বিজেপি দল।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service