2024-12-21
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

লোকসভায় পেশ হল ‘এক দেশ এক ভোট’ বিল, এই বিল পেশ হতেই বিরোধীদের হইহট্টগোল শুরু

জনতার কলম ওয়েবডেস্ক :- সংসদে পেশ হল ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত দু’টি বিল পেশ করেন সংসদের নিম্নকক্ষে। বিল পেশ হতেই বিরোধীদের হইহট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। বিলে আপত্তি জানান বিরোধীরা।

বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত দু’টি বিল পেশ করেন সংসদের নিম্নকক্ষে।

সংসদে বিলটি পেশ হওয়ার আগে থেকেই কংগ্রেস সাংসদরা এই ইস্যুতে সরব হয়েছিলেন। আজ কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেন, ‘সরকার যখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমরা আমাদের মতামত জানিয়েছিলাম।

কংগ্রেস দল এই বিলটি গ্রহণ করছে না, আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি। এটা ভারতীয় গণতন্ত্রের স্বার্থের বিরুদ্ধে। তবে আমি মনে করি এনডিএ জোটসঙ্গী জেডি(ইউ) এবং টিডিপি প্রকাশ্যে এর বিরোধিতা করবে না। তবে ভিতরে ভিতরে তারা নিজেরাও এই বিল চায় না।’

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service