জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জানা যায় সেমিফাইনালে ৩৩.২৩ মিটার দূর থেকে গোল করে মায়ামি দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন মেসি। লিওনেল মেসি গ্রেট ইন্টার মিয়ামির মাঠে পা রাখার মুহূর্ত থেকেই শুরু হয় ম্যাজিক। সেই ম্যাচেও থামানো যায়নি ইন্টার মায়ামিকে। সেমিফাইনাল খেলার ২০তম মিনিটে মেসি ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে দ্বিতীয় গোলটি করেন। আর সেই গোলটি কোনও সাধারণ গোল ছিল না। মেসি ৩৩.২৩ মিটার দূর থেকে স্কোর করেন। বলা যেতে পারে মেসিকে ঘিরে সমর্থকদের আশা ছিল আকাশচুম্বী। আর মেসির সেই ধারাবাহিকতা বজায় ছিল ফাইনালেও, ফাইনেল ম্যাচের ২৩ মিনিটেই গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ন্য়াশভিল। শেষ পর্যন্ত দ্বীতিয়ার্দ্ধের ৫৭ মিনিটে গোল করে ম্যাচে ১-১ সমতা আনে ন্যাশভিল। আর ন্যাশভিলের হয়ে গোলটি করেন ফাফা পিকাল্ট। তারপর ম্যাচ নির্ণায়ক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল।একাধিক সুযোগ নষ্ট করেছেন মেসি সহ ইন্টার মায়ামির প্লেয়াররা। তবে শেষপর্যন্ত ট্রাইব্রেকারে শেষ হাসি হাসল মেসির মায়ামি।
খেলা
লিওনেল মেসির হাত ধরে প্রথম ট্রফি জিতল ইন্টার মায়ামি
- by janatar kalam
- 2023-08-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this