জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলের সামগ্রী চুরি করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটে সোমবার যোগেন্দ্রনগর রেল স্টেশন চত্বরে। স্থানীয় এক যুবক জানান, তারা প্রাতঃভ্রমণে বের হলে কয়েকদিন ধরে নজরে আসে এক যুবক বিভিন্ন লোহার জিনিস নিয়ে যায়। এদিন তারা সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ চালালে প্রথমে সে ঠিকেদারের জিনিস বলে দাবি করলেও পরে স্বীকার করে এগুলি চুরি করে এনেছে।
অভিযোগ অভিযুক্ত নেশাসেবন করে। আর সেজন্য চুরির পথও বেছে নিয়েছে। স্থানীয়রা তার বাড়িতে যোগাযোগ করলে জানতে পারেন এসব কাজে যুক্ত হওয়ায় তাঁকে বাড়িতেও জায়গা দেন না লোকজন।ঘটনা জানানো হয় পুলিসকে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালালেও সে জানায় তার বাড়ি কাঁঠালতলী। বিশালগড় থেকে এসব জিনিস এনে শহরে বিক্রি করে এক দোকানে। পুলিস অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Leave feedback about this