2025-01-11
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজ্য

রেলের উন্নয়ন কাজ চলছে দ্রুতগতিতে : রেলমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- রেলওয়ে দপ্তরে গত সাড়ে নয় বছরে যে কাজ হয়েছে তা ঐতিহাসিক রেকর্ড গড়েছে । ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সব মিলিয়ে চার হাজার ১৪৮ টি রেলওয়ে ওভারব্রিজ তৈরি হয়েছে । এছাড়াও ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার হাজার নির্মীয়মান ওভারব্রিজ সহ মোট ১০ হাজার ৮৭০ টি ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে ।, এছাড়াও আশি টি এলাইটমেন্ট লাইন তৈরি করা হয়েছে । যেখানে দুই লাইন, তিন লাইন্‌ চার লাইন সর্বোচ্চ ৮-১০ লাইনও পাতা হয়েছে । রেলের উন্নয়ন কাজ চলছে দ্রুতগতিতে কাজের ক্ষেত্রে কোথাও কোন ঘামতি নেই । কোথাও যদি কোন কাজের খামতি থাকে প্রয়োজনে সাংসদ আলোচনার টেবিলে বসতে পারেন ।সাংসদ বিপ্লব কুমার দেবের আনীত এক প্রশ্নের উত্তরে স্পষ্ট জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service