2025-02-27
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

রেজিস্ট্রেশন বিহীন প্যাথলজি মালিকদের হুঁশিয়ারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেশ কিছু প্যাথলজি ও ল্যাব। নিজেদের কোন পরিকাঠামো ছাড়াই দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাচ্ছে এ সমস্ত অবৈধ ল্যাব ও প্যাথলজিগুলি। সরকারিভাবে বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অভিযান সংঘটিত করলেও কিছু কিছু ক্ষেত্রে সঠিক রেজিস্ট্রেশন বা অন্যান্য আইনগত কাগজপত্র ঠিক থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সরকার ও সাধারণ মানুষের ফাঁকি দিতে ব্যস্ত কিছু অবৈধ প্যাথলজি। শনিবার আচমকাই অভিযানে নেমেছে অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশন। এসোসিয়েশনের কর্মকর্তারা অভিযান চালিয়েছে আগরতলা শহরের বিভিন্ন প্যাথলজিতে। অভিযান কালে তারা অনেকগুলি প্যাথলজিতে অনিয়ম দেখতে পেয়েছে। নির্দেশ দিয়েছে অবিলম্বে যদি এ সমস্ত বিষয়গুলি সঠিকভাবে রূপায়ণ করে এসোসিয়েশনের কাছে জমা না দেয় ,তবে পরবর্তীতে অথরিটি বাধ্য হবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service