2025-02-24
Ramnagar, Agartala,Tripura
খেলা

রূপক দেবরায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে রাজ্যের উদীয়মান খেলোয়াড়রা ক্রীড়াজগতে বহি:রাজ্যের খেলোয়াড়দের কাছ থেকে কোন অংশে কম নয়। যেমন রাজ্যস্তরে রয়েছে ক্রিকেটে মনিশংকর মুড়াসিং এবং তেমনি রয়েছে রাজ্যের মেয়ে দেশের হয়ে জিমন্যাস্ট খেলা দীপা কর্মকার।

রাজ্যে শত শত প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্বেও এক গুনধর ক্রীড়াবিদের উপর উঠেছে রাজ্যের নাম দিয়ে রাজ্যের খেলোয়াড়দের না খেলিয়ে বহি:রাজ্যের খেলোয়াড়দের খেলানোর অভিযোগ। গুনধর সেই ব্যাক্তির নাম হল ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক রুপক দেবরায়।

এমনই এক অভিযোগ এনে সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানালেন সংস্থার কর্মকর্তারা। তিনি আরও জানান যে ডিসেম্বরের ৩ তারিখ থেকে জাতীয় স্তরে সিনিয়র ম্যান বাস্কেটবল টিমের একটি প্রতিযোগীতা শুরু হয়েছে সেখানে বহিরাজ্যের খেলোয়াড় দিয়ে রাজ্যের নামে খেলাচ্ছেন তার প্রমান পেয়েছেন ও সেই প্রমান সহকারে রূপক দেবরায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান, কেননা তাদের কাছ থেকে কোনপ্রকার রায় না নিয়ে অন্ধকারে রেখে রাজ্যের নাম করে বহিরাজ্যের খেলোয়াড় খেলিয়ে অর্থ উপার্জন করে চলেছেন যা একপ্রকার রাজ্যের খেলোয়াড়দের সাথে অন্যায় করার সমান। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনের কাছে আবেদন রেখেছেন রূপক দেবরায়ের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service