জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঝে আর মাত্র কয়েকদিন বাকি। অবসান হতে চলেছে দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে পুরুষোত্তম ভগবান রামের। উদ্বোধন হবে রাম মন্দির। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে গোটা বিশ্বের সনাতনী হিন্দুদের মধ্যে বাঁধভাঙা উচ্ছাশ লক্ষ্য করা যাচ্ছে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ভগবান রামের মন্দির। টানা ৫০০ বছরের লড়াইয়ের ফসল এই রাম মন্দির। দেশের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে রাম মন্দির ফিরে পেয়েছেন ভারতবাসী। সেদিন থেকেই সনাতনী হিন্দুদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছাশ লক্ষ্য করা যায়। রাম মন্দির উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন অপেক্ষা আর সইতে চাইছে না দেশবাসী। ইতিমধ্যেই রাম মন্দিরের উদ্বোধনের দিনে দেশবাসীকে দীপাবলি মানানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অঙ্গ হিসেবে দেশ জুড়ে চলছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি। ত্রিপুরাতে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে বিভিন্ন সংগঠন। রবিবার রাজধানী আগরতলায় রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের উদ্যোগে বিশাল শোভা যাত্রার আয়োজন করা হয়। সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন বিভিন্ন প্রান্তের ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ। বিশাল সংখ্যক মহিলারাও অংশ নিয়েছেন সেই বর্ণাঢ্য শোভাযাত্রায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। তিনি বলেন এই রাম শুধু দেশের জন্য নয় গোটা বিশ্বের সনাতনী হিন্দুদের জন্য অত্যন্ত আবেগের। আন্দোলনে তিনিও ছিলেন একজন। যার কারনে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে এবং তার পরিবারকে। আগামী ২২ জানুয়ারি দিনটি আবেগের দিন। উৎসবের দিন। এদিন সকল রাজ্যবাসীকে বাড়িতে,মন্দিরে প্রদিপ জ্বালানোর আর্জি রাখলেন তিনি রবিবারের এই শোভাযাত্রায় শঙ্খ ধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল রাজধানী রাজপথ। সকল অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে শোভা যাত্রায়।
রাজ্য
রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগরতলায় বিশাল শোভা যাত্রা
- by janatar kalam
- 2024-01-07
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this