2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যথাযোগ্য মর্যদায় পালিত হলো মহাত্মা গান্ধীর জন্ম দিবস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে

জনতার কলম,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি:- ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম দিবসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এর 150 তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠান টি মহাত্মা গান্ধী প্রতিকৃতিতে মাল্যদান করে এবং রাজধানীর গান্ধী ঘাট স্মৃতিসৌধতে শ্রদ্ধা অর্পন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে “আন্ডারস্ট্যান্ডিং ডিমেনশন অফ গান্ধীয়ান ফিলোসফি” বিষয়ের উপর সপ্তাহব্যাপী অনলাইন লেকচার সিরিজের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানটি আনুষ্ঠানিক সূচনা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসেন। অনুষ্ঠানে দেশের 15 টি ভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপকরা মহাত্মা গান্ধী ফিলোসফি নিয়ে আলোচনা করবেন এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও এই লেকচার সিরিজের অংশগ্রহণ করছেন বলেও জানা যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service