2024-11-18
agartala,tripura
রাজ্য

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সুর সম্রাট শচিন দেব্বর্মনের জন্মবার্ষিকী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হলো সুর সম্রাট শচীন দেববর্মনের জন্ম জয়ন্তী অনুষ্ঠান। এদিন তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট শচীন দেব বর্মনের জন্ম জয়ন্তী অনুষ্ঠান হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিনের অনুষ্ঠানে শচীন দেব বর্মনের মূর্তিতে মাল্যদান করে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সুর সম্রাট শচীন দেব বর্মনের সংস্কৃতি চর্চা ও সংগীত জগতে ওনার যে কৃতিত্ব তা তুলে ধরেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান রাজ্যে একটি কালচারাল হাব 200 কোটি টাকা ব্যয়ে রাজ্যে নির্মাণ করার জন্য ১৫ ফিন্যান্স কমিশনে প্রস্তাব পাঠিয়েছেন বলে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত সংস্কৃতি ফুটে উঠবে এবং শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মন এবং ভূপেন হাজারিকার মত শিল্পীদের জীবনাদর্শ তুলে তুলে ধরতে পারবে বলে যার দরুন ভবিষ্যৎ প্রজন্ম সেই পথে পরিচালিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে বলে। তার জন্যই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service