জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ থেকে শুরু হল জয়েন এন্ট্রান্স পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর মূল সংখ্যা 3879 জন এবং রাজ্যে পরীক্ষার মোট সেন্টার রয়েছে ১৬টি যার মধ্যে দশটি হল রাজধানীতে এবং বাকি 6 টি রয়েছে মফস্বলে। তাছাড়া করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে আসা নিয়ে বলতে গিয়ে এক শিক্ষক জানান ছাত্রছাত্রীরা যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে পরীক্ষা দিতে আসা হয় সেদিকে যেন লক্ষ রাখ হয়। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে জয়েন এন্ট্রান্স পরীক্ষার সময় মত না হলেও কিছুটা পিছিয়ে গেলেও ছাত্রছাত্রীরা সেই মোতাবেক নিজেদের প্রস্তুত রেখেছেন নিজেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য।
রাজ্য
রাজ্যে ১৬ টি সেন্টারে আজ থেকে শুরু হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
- by janatar kalam
- 2020-10-01
- 0 Comments
- Less than a minute
- 5 years ago




Leave feedback about this