2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জলের পাম্প নষ্টের ফলে কৃষকদের কপালে হাত, নেই নজরদারি দপ্তরের

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কাকড়াবন আর ডি ব্লকের অন্তর্গতমুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের একটি জলের পাম্প রয়েছে এ জলের পাম্প এর উপর প্রায় দেড়শ থেকে দুইশ কৃষক নির্ভরশীল এই পাম্পে নাকি দুইটি মটর রয়েছে এর মধ্যে একটি সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে পড়ে আছে অন্য টি দিয়ে কোনরকমে ধানের জমিতে জল দিচ্ছি তবে একটি মোটর দিয়ে সবগুলি জমিনে জল দেওয়া সম্ভব হচ্ছে না এই ব্যাপারে কৃষক জানান আমরা প্রতিনিয়ত ও জল জমিতে দিতে পারছি না তার কারণে ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে পাম্প অপারেটর উপর মহলের দপ্তরকে ও মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কে এই বিষয়ে জানালে পঞ্চায়েতের প্রধান নাকি বলে আমি অনেক বার করে বলেছি তারা আসবে আসছে বলে এখনো আসে না এর পাশাপাশি এই ঘর টি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে চারদিক দিয়ে পদ্ধতিকে তার বৈদ্যুতিক বাক্স সবগুলোই ছিটকে ছড়িয়ে পড়ে আছে এ নিয়ে কিছু হেলদোল নেই দপ্তরের এমনটাই অভিযোগ করলেন কৃষকরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service