2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পার্বত্যময় উপজাতি গিরি এলাকায় পানীয় জলের সংকট নতুন কিছু নয়, কোথায় জনপ্রতিনিধিরা ?

জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি ২৯ আগস্ট :- “বাম গেলো রাম এলো” – তবুও পানীয় জলের দুঃখ ঘুচলো না গিরিবাসীদের ।। পার্বত্যময় উপজাতি গিরি এলাকায় পানীয় জলের সংকট সেটা তেমন বর্তমানেও নতুন কোন ঘটনা নয় । তবে এই দীর্ঘদিনের পানীয় জল সংকটের সমাধান করার প্রলোভন দেখিয়েই রাজ্যের যে কোন নির্বাচনে উপজাতি গিরিবাসীদের কাছ থেকে ভোট আদায় করে ভোট বৈতরণী পার হচ্ছে রাজনৈতিক নেতারা । উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছরের বাম শাসনাধীনেও উপজাতি পার্বত্য গিরি এলাকায় পানীয় জলের সংকট থেকে রেহাই পায় নি ওই সমস্ত এলাকার মানুষজনেরা । বর্তমানে নতুন বিজেপি এবং আইপিএফটি জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরেও একই অবস্থা চলছে পার্বত্য গিরি অঞ্চলে । তবে রাজ্য বিধানসভা নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান জোট সরকারের নেতাগন গিরি বাসীদের জল সংকটের মোকাবেলা করবে বলে । কিন্তু বর্তমান নতুন জোট সরকার প্রতিষ্ঠিত হবার ৩ বছর অতিক্রান্ত হতে চললেও আজও পার্বত্য গিরি এলাকায় বসবাসকারী সাধারণ মানুষজন পরিস্রুত পানীয় জলের স্বাদ এখনও পায় নি । ফলে নোংরা ও ছড়া থেকে নালা এইসব জল পান করেই বেঁচে থাকতে অর্থাৎ জীবন ধারণ করতে হচ্ছে । এমনই একটি উজ্বল চিত্র দেখতে পাওয়া গেলো তেলিয়ামুড়া মহাকুমার অধীন পাহাড়ি ও পার্বত্যময় উপজাতি অধ্যুষিত মুঙ্গিয়াকামী ব্লকের অধীন উত্তর গকুলনগর ভিলেজের বিলাইহাম রিয়াং পাড়ায় । ওই বিলাইহাম রিয়াং পাড়ায় বসবাসকারী উপজাতি অংশের সাধারণ মানুষজন তীব্র পানীয় জল সংকটের মধ্যে দিয়ে দিন গুজরান করছে দীর্ঘ বছর যাবৎ অর্থাৎ সেই বাম আমল থেকেই । উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমা শহর থেকে আনুমানিক প্রায় ২০ কিলোমিটার দূরে টিলাভূমি পার হয়েই পৌঁছুতে হয় ওই বিলাইহাম গ্রামে । এই গ্রামে মোট ৮০ থেকে ৯০ টি জনজাতি পরিবারের স্থায়ী বসবাস । জানা যায়, পানীয় জল সংকটের কারণে এই গ্রামের জন-জাতিরা এক টিলাভূমি অতিক্রম করে অন্য টিলাভূমিতে গিয়ে বছরের সব সময়েই পরিস্রুত পানীয় জল পাহাড়ের নিচে গর্ত করে জল সংগ্রহ করতে হচ্ছে । গিরিবাসীদের পাহাড়ের নীচ থেকে উৎসকৃত এই জল দিয়েই তাদের নিত্যদিনের কাজ চলে । ফলে প্রতিনিয়ত বছরের পর বছর এই নোংরা এবং দূষিত জল সার্বিকক্ষেত্রে ব্যবহারের ফলে বর্তমানে নানা অজানা রোগে অর্থাৎ কঠিন থেকে কঠিনতর রোগে আক্রান্ত হতে হচ্ছে ওই এলাকার গিরিবাসিদের । তবে বিগত ২৫ বছরের বাম সরকার থেকে শুরু করে বর্তমান নতুন জোট সরকারের সময়েও “DWS” দপ্তর থেকে গাড়িতে করে জল এলাকায় সরবরাহ করা হলেও এই জল সরবরাহ করার কিছুক্ষণের মধ্যেই এই জলে আয়রন জমে যায় । তবে যদিও কোন উপায় না থাকায় এই আয়রন যুক্ত জলই পানীয় জল হিসেবে ব্যবহার করতে হচ্ছে গিরিবাসীদের । এখন দেখার বিষয় আসন্ন রাজ্য “ADC” নির্বাচনের আগে এই পানীয় জলের দাবি আদৌও পূরণ হয় কি না !!!

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service