2025-02-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সমগ্র রিতি নীতি মেনে রাজধানীর ইস্কন মন্দিরে পালিত হল রাধা জন্মাষ্টমী

জনতার কলম,এিপুরা,আগরতলা, প্রতিনিধি :- ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধার জন্ম। এদিনই রাধাষ্টমী হিসাবে পালন করা হয়। এই ব্রতপালনে দুঃখ দুর্দশা দূর হয়। পরম শান্তি লাভ হয়। গৃহে অভাব থাকে না। সব অমঙ্গল দূর হয়, বলে বিশ্বাস। কথিত আছে, এক বার রাধানাম উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। এই জন্যই ভক্তরা প্রথমে কৃষ্ণের পুজো করার আগে, রাধার পুজো করেন। বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপস্খলন হয়। তারই পরিপ্রেক্ষিতে রাধা জন্মাষ্টমী উপলক্ষে আজ রাজধানী মঠচৌমুহনিষ্ঠিত স্কন মন্দিরে পালিত হলো রাধা জন্মাষ্টমী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি মানিক দাস এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব। এদিনের অনুষ্ঠানকে ঘিরে মন্দিরে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয় রাধাকৃষ্ণের জয়গানে ভক্তদের মধ্যে উৎসাহ ও ছিল লক্ষণীয়। এদিন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা এবং মুখ্যমন্ত্রী স্ত্রী নীতি দেবের হাত ধরে শেষ হয় রাধাকৃষ্ণের স্নানযাত্রা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর জায়া স্ত্রী নীতি দেব বলেন নারীশক্তি ছাড়া পুরুষ এর শক্তি অধুরা বুধবার রাজধানীর স্কন মন্দির রাধা জন্মাষ্টমীতে আসে এমনই মন্তব্য করলেন ।এদিনের অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উতসাহ পরিলক্ষিত হয়, এবং রাজ্যবাসিদের উদ্দেশ্যে সকলেই যেন প্রার্থনা করছেন এই মহামারী করোনা ভাইরাস থেকে ভগবান মুক্তি করুক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service