জনতার কলম, এিপুরা, ধর্মনগর,প্রতিনিধি :- যুব রাজনগর ব্লক এর অধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকার রাবার বাগান থেকে উদ্ধার ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ । মৃত ব্যক্তির নাম মিজু তাঁতি (কান্ত)। পেশায় সে একজন গাড়ি চালক । তার বাড়ি যুবরাজনগর ব্লকের অধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির মা শান্তি তাঁতি জানিয়েছেন গতকাল সন্ধ্যা রাতে মিজু তাতি বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি, সকাল থেকে মিজু তাঁতির মা শান্তি তাঁতি ছেলের খুঁজে বের হন। সকাল সাতটা নাগাদ রাবার বাগানে ছেলের মৃতদেহ পড়ে থাকার খবর পান, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তিনি দেখতে পান ছেলের মৃতদেহ বাগানে পড়ে রয়েছে। খবর যায় ধর্মনগর থানায় খবর পেয়ে ধর্মনগর থানার ওসি মিলন দত্ত বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, রাবার বাগানে মৃতদেহের ধরন দেখে পুলিশেরও সন্দেহ হয় খবর দেওয়া হয় ফরেনসিক টিমসহ পুলিশ কুকুরকে। বৈজ্ঞানিক পদ্ধতিতে সকল ধরনের তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। মিজু তাতির মায়ের দাবি পরিকল্পিতভাবে ছেলেকে খুন করা হয়েছে বলে তাদের ধারণা। মৃতদেহের ধরন দেখে ধারণা করা হচ্ছে মিজু তাঁতিকে অন্যত্র খুন করে রাবান বাগানে এনে ফেলে রাখা হয়েছে, পুলিশ একটি মামলা নিয়ে এইবিষয়ে তদন্ত শুরু করেছে। এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।
রাজ্য
রাবার বাগান থেকে মিজু তাঁতী নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার
- by janatar kalam
- 2020-08-25
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this