জনতার কলম, এিপুরা, তেলিয়ামুড়া,প্রতিনিধি :- কল্যানপুর থানাধীন মোহরছড়া বাজার সোমবার রাত প্রায় দুটো নাগাদ হঠাৎ আগুনের লেলিহান শিখা চাক্ষুষ করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই বাজারের পূর্বাংশে পাঁচটি ভস্মীভূত হয়ে যায়। কল্যাণপুর ও তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন বেশ সময় চেষ্টার শেষে আগুন আয়ত্তে আনে। যদিও দোকান মালিকের সহ এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১৫ লক্ষাধিক টাকা। পুলিশ আগুন লাগার সঠিক দিশা জানাতে না পারলেও ধারণা করা হচ্ছে ভস্মীভূত হয়ে যাওয়া নারু দেবের মিষ্টির দোকান থেকেই আগুনের সূত্রপাত। তবে দোকানের মালিক সহ স্থানীয় বাসিন্দারা দাবি করছে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হয়তোবা কোন পূর্ব শত্রুতার জেরে ই এই ঘটনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দিলীপ হালদারের সারের দোকানে। তাছাড়াও বৃষ্টি ভেজা রাতে এই আগুন লাগার সূত্র নিয়ে জনমনে তীব্র রহস্য চাঞ্চল্য দেখা দিয়েছে।
Leave feedback about this