জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারা দেশের সাথে রাজ্যে ও সরকারি নির্দেশ মেনে যথাযথ মর্যাদায় পালিত হল দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। অন্যান্য বছর স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নানান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর মহামারী করোনাভাইরাস সংক্রমনের আশঙ্কার জেরে অনুষ্ঠানসূচি কমিয়ে ক্ষুদ্র পরিসরে সমস্ত নিয়ম নীতি অনুসারে উদযাপিত করা হলো এই দিনটিকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য নেতা মন্ত্রীসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে মহামারী পরিস্থিতিতে দরিদ্র পরিবারকে এপিএল পরিবারকে বিনামূল্যে চালডাল দেওয়া ও উজ্জ্বলা যোজনায় আওতায় দরিদ্র পরিবারগুলি কে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার প্রদান করা এবং রাজ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হওয়ার কথা তুলে ধরার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের কথা তুলে ধরেন।
Leave feedback about this