2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাজারে বিক্রি সবজি করতে গেলে ন্যার্য মূল্য পাচ্ছে না চাষীরা

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- করোনা মহামারী পরিস্থিতিতে চাষীদের মাথায় হাঁত। বিভিন্ন শাক সব্জি চাষ করে বাজারে বিক্রি করতে গেলে ন্যার্য মূল্য পাচ্ছে না চাষীরা। যার ফলে লাভ তো দূর অস্ত খরচ উঠানোই দায় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সরকারী সাহায্যের দাবী জানান উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর মহারানি গ্রাম পঞ্চায়েত অধীন হীরাপুর এর এক চাষী নিখিল চন্দ্র দাস। উনি জানান, সরকারী ভাবে বীজ ও সার দেওয়া হয়েছে। বর্তমান করোনা মহামারী পরিস্থিতির জন্য ঠিকঠাক ভাবে গাড়ী চলাচল না করায় বিভিন্ন জায়গা থেকে পাইকাররা বাজারে না আসায় এদের উৎপাদিত সব্জি ঠিকঠাক ভাবে বিক্রি হচ্ছে না। বাজারে শাক সব্জি নিয়ে গেলে কিছু বিক্রি হলেও ন্যার্য মূল্য পাওয়া যাচ্ছে না। যার ফলে সমস্যায় পড়েছেন এরা। এখন এরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন বলে জানান নিখিল বাবু।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service