2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজধানীর রাজপথ কাঁপিয়ে মিছিল ও সভা করল ত্রিপুরা গণমুক্তি পরিষদ

১৮ দফা দাবির ভিত্তিতে রাজধানীতে মিছিল করল ত্রিপুরা গণমুক্তি পরিষদ । মিছিলটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ ময়দানে গিয়ে এক জনসভায় মিলিত হয় । এদিনের জনসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার , জি এম পি সভাপতি জিতেন্দ্র চৌধুরী, জি এম পি নেতা রঞ্জিত দেববর্মা, অঘুর দেববর্মা, প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ । জনসভায় জি এম পি সভাপতি জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকার ও আর এস এসকে এক হাত নেন পাশাপাশি ষড়যন্ত্র করে সিপিআইএম নেতা বাদল চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বামফ্রন্ট সরকারকে কলুষিত করার প্রয়াসকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service