তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে । বর্তমানে করোণা অতিমারিতেও সড়ক দুর্ঘটনা নিত্যদিনের মতোই সঙ্গী হয়ে দাঁড়িয়েছে । কোনভাবেই যেন নিত্যদিনের সড়ক দুর্ঘটনা রুখা যাচ্ছে না । অতিমারীতে সাত সকালেই দুইটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে । সকালেই আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি মালবাহী মিনি ট্রাক অর্থাৎ বোলেরো পিকআপ গাড়ি । ঠিক সেই সময় অপরদিক থেকে একই সড়কে আসা একটি আসাম রাইফেলসের ট্রাক গাড়ি এসে চাকমাঘাটস্থিত জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বোলেরো পিকআপ মালবাহী মিনি ট্রাক গাড়িটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে । যদিও অল্পেতে বড়-সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় আসাম রাইফেলস গাড়িতে থাকা অনেক আসাম রাইফেলস জওয়ান । যদিও উল্লেখ্য, গাড়ি দুইটি ছাড়া হতাহতের কোনো খবর নেই । ঘটনার বিবরণে জানা যায়, TR 04 B 1654 নম্বরের মালবাহী মিনি ট্রাক বোলেরো গাড়িটি চাকমাঘাট লোকনাথ মন্দিরের সামনে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল । সেই মুহূর্তেই অপরদিক থেকে AS 11 AC 0364 নম্বরের একটি আসাম রাইফেলস-র কোম্পানির ট্রাক গাড়ি শিলচরের উদ্দেশ্যে যাওয়ার সময় চাকমাঘাট লোকনাথ মন্দিরের কাছে পৌছুতেই আসাম রাইফেলস-র ট্রাক গাড়িটি হঠাৎ করে পিছন দিক থেকে সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী মিনি বোলেরো ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা মারে । সাত সকালে এই সড়ক দুর্ঘটনায় গাড়ি দুইটির-ই ক্ষতি হয় । উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত দু’টো গাড়ির মধ্যে হতাহতের কেউ-ই আহত হয় নি । তবে তেলিয়ামুড়া থানার পুলিশ সাত সকালে ঘটে যাওয়া এই সড়ক যান দুর্ঘটনার তদন্তে রয়েছে ।।
janatar kalam Blog রাজ্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় আসাম রাইফেলস গাড়িতে থাকা অনেক আসাম রাইফেলস জওয়ান
Leave feedback about this