2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা পুলিশের ভূমিকায় ক্ষোভ ব্যবসায়ী মহলে

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:-রাজ্যে এই পরিস্থিতিতে দিনরাত রাজধানীর রাজপথে ও বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি চললেও রাজধানীতে চুরির ঘটনা দিন পর দিন বৃদ্ধি পেয়েই চলছে, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জনমনে। জানাযায় গতকাল রাতে রাজধানীর রামনগর ১ নং এলাকার একটি সেনিটারি দোকানে দুঃসাহসিক চুরির প্রয়াস চলে বলে, এই প্রয়াসে চুর সাফল্য না পেলেও ভেঙ্গে দিয়ে যায় দোকানের শাটার এবং পরদিন সকালে দোকানের মালিক সুব্রত মল্লিক এসে দেখতে পায় উনার দোকানে চুরির ঘটনা ঘটেছে সঙ্গে খবর দেওয়া হয় বটতলা ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনার তদন্ত চালায় এবং চুরির ঘটনা ঘটেনি বলে জানায়। তাছাড়া নিত্যদিন যেভাবে রাজধানীর বিভিন্ন এলাকা তে চুরির ঘটনা বেড়েই চলছে তাতে দুঃশ্চিন্তা বেড়েই চলছে ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে তাদের মনে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service